

বিনোদন ডেস্কঃ-হঠাৎ হাটে হাড়ি ভাঙ্গলেন প্রিয়াংকা চোপড়া।‘হ্যাঁ,আমিও প্রেম করতাম।যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের মধ্যে।কিন্তু গত একবছর ধরে আমি সিঙ্গেল’,সম্প্রতি এক সাক্ষাতকারে এমনি মন্তব্য।অভিনয় বা অতীত জীবন নিয়ে মুখ খুললেও নিজের ‘রিলেশনশিপ স্টেটাস’ নিয়ে কখনও টুঁ শব্দ করেননি। আর তাঁর মুখে এমন কথা শুনে নতুন কিছু আঁচ করছে কেউ?বলিউডে একের পর এক বিয়ে হচ্ছে।যাঁরা এতদিন বিয়ের কথা ভাবেননি তাঁরাও হাঁটি হাঁটি পা পা করে সেই পথে এগোচ্ছেন।ব্যতিক্রম প্রিয়াঙ্কা|না বিয়ের পথে হাঁটছেন|না মুখে কিছু বলছেন।বদলে অভিনয় নিয়ে দিনরাত তাঁর খাঁটুনি।বলিউড টু হলিউড দৌড়োদৌড়ি। তার মাঝে এই কথা!এটুকু বলেই থেমে যাননি অভিনেত্রী।কোনো রাখঢাক না রেখেই খোলাখুলি জানিয়েছেন তাঁর অতীত সম্পর্কের কথা। পিগি উবাচ, ‘গত এক বছর আগেও ঘনিষ্ঠ সম্পর্কে ছিলাম।গত এক বছর ধরে আমি এক্কেবারে একা। যাঁর সঙ্গে সম্পর্ক ছিল তিনি আমেরিকার বাসিন্দা। এরপর অনেকের সঙ্গেই আলাপ হয়েছে।অনেকের সঙ্গে দেখা গিয়েছে আমায়।কিন্তু সবগুলোই নিছক বন্ধুত্বের| জানি,অনেকেই আমায় চায়।ভালবাসে। পছন্দ করে।ভালোও লাগে সেসব।কারণ,আমিও তো একটি মেয়ে। কিন্তু সবটাই দূর থেকে|’ এই কথার পর স্বাভাবিকভাবেই কৌতূহলী সাংবাদিকরা জানতে চান, সেই মানুষটি কি ‘কোয়ানটিকো’ বা হলিউডের কোনো স্টার? সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘কোয়ানটিকোর সব অভিনেতার বিয়ে হয়ে গিয়েছে| তাই তাঁরা কেউ নন| আমার সঙ্গে যাঁর সম্পর্ক ছিল তিনি আমেরিকার বাসিন্দা হলেও অন্য কেউ| আর আমি বহুগামিতা বা বহু বিবাহ একেবারেই পছন্দ করি না।’