খোলামেলা দৃশ্য,বিনিময়ে ১ কোটি টাকা পাবেন কাজল


বিনোদন ডেস্ক প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০১৯ ১:১১ : পূর্বাহ্ণ 1656 Views

এ সময়ে দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। বর্তমানে তার অভিনয় ক্যারিয়ার বেশ তুঙ্গে। তিনি একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়ে চলেছেন। নতুন ছবি আলা ভাইকুন্তাপুরামলো নিয়ে ব্যস্ত এই নায়ক।

ছবিটি পরিচালনা করবেন ত্রিবিক্রম শ্রীনিবাস। ছবিটি প্রযোজনা করছেন আল্লু আর্জুনের বাবার প্রতিষ্ঠান গীতা আর্টস।সিনেমাটির একটি বিশেষ চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন দক্ষিণী নায়িকা কাজল। চমকটি হলো একটি আইটেম গান।আর এই গানটির জন্য খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে। তবে কোন নায়িকা এমন দৃশ্যে হাজির হবেন না বলে অপারগতা প্রকাশ করেন।

নতুন খবর হচ্ছে এই ছবিটির আইটেম গানের জন্য নতুন করে চুক্তিবদ্ধ করা হয়েছে কাজল আগারওয়ালকে। এজন্য আল্লু আর্জুনকে গুণতে হবে এক কোটি টাকা।

তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। ২০২০ সালের জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর