এবার কলকাতার ছবিতে জ্যোতিকা জ্যোতি


প্রকাশের সময় :১৮ মার্চ, ২০১৭ ১১:৫০ : অপরাহ্ণ 2470 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-হালের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।এবার কলকাতার ছবিতে অভিনয় করবেন তিনি শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের গল্পকে উপজীব্য করে বর্তমান সময়ের উপযোগী চিত্রনাট্যে।এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন কলকাতার প্রতিশ্রুতিশীল পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। পরিচালকের এটি দ্বিতীয় চলচ্চিত্র।তার প্রথম ছবিটি ছিল ‘বাকিটা ব্যক্তিগত’।যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে।কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘কলকাতায় আমার এটিই প্রথম ছবি। এটি কেন্দ্রীয় চরিত্র।এই ছবিতে আমার চরিত্রটি বেশ মজার।এতে আমার কো-আর্টিস্ট হিসেবে আছেন সেখানকার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে।তাই আমি আগামী ২১ মার্চ কলকাতায় যাব।’ কলকাতার কোনো ছবিতে প্রথম অভিনয়ের আগে আপনার অনুভূতি কেমন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, বর্তমানে আমি কিছুটা এক্সাইটেড।কিছুটা ভীতি আছে মনে।কেননা পরিচালক ও কো-আর্টিস্ট সবাই বিখ্যাত।ছবিতে চরিত্রের প্রয়োজনে আমাকে নাচ ও গানের চর্চা করতে হয়েছে। সবমিলিয়ে আমি আনন্দিত।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!