আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুরঃ-(পিন্টু ঘোষ)


প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০১৭ ১:০৩ : পূর্বাহ্ণ 768 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-‘আজান’ বিতর্কের প্রতিবাদে ভারতের গায়ক সনু নিগামকে একহাত নিলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাসে চিরকুট ব্যান্ডের সাবেক এ সদস্য সনু নিগামকে নিয়ে তার বিরক্তির কথা তুলে ধরেন।পিন্টু ঘোষ লেখেন, ‘…সনু নিগমের গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভাল লাগে নাই,কিন্তু আমি তো তা বলিনি।সম্মান করতাম,কিন্তু আজ তাও হারালেন,গো টু হেল’।আজানের প্রসঙ্গে এ শিল্পী বলেন, ‘আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। জীবনে বহুবার এই মিষ্টি সুরে কেঁপে উঠেছি। আযানের ধ্বনি শুনলে বাকি সব আওয়াজ-কেওয়াজ বন্ধ করে দিই,সম্মান করি,ভালোবাসি।আমার কাছে যারা গান শিখতে আসেন,ক্লাসে তাদের প্রথম কাজ খালি গলায় আজান আর জাতীয় সঙ্গীত গাওয়া।তারপর অন্য আলাপ।জানি না কে কীভাবে নেবেন,আমি নিজেও আজান গলায় তোলার চেষ্টা করি।কারণ আমি বিশ্বাস করি,পৃথিবীর তাবত সুর যার মধ্যে বিদ্যমান তার নাম আজান।গেলো সোমবার সকালে সনু নিগাম টুইটারে লেখেন,প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার।এজন্য তিনি বিরক্ত হন।তিনি আরো লেখেন,মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না।এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলে উল্লেখ করেছেন।এমন মন্তব্যের পর থেকেই তোপের মুখে পড়েছেন সনু।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!