স্বর্ণমন্দির এলাকার পাইনছড়া খালের উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন


প্রকাশের সময় :২৭ মে, ২০১৭ ১২:০৪ : পূর্বাহ্ণ 419 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের বেশিরভাগ সময় বন্যায় ডুুবে যাওয়া বান্দরবান-রাঙামাটি সড়কে স্বর্ণমন্দির এলাকার পাইনছড়া খালের উপর অবশেষে নির্মিত হচ্ছে ৪১ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ।সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আগে এই সড়কের ব্রেইলি সেতুটি পানিতে ডুবে থাকত কয়েকদিন।সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান-রাঙামাটি সড়কের স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া খালের উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:নাজমুল ইসলাম খানসহ প্রমুখ।ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক সমাবেশ অনুষ্টিত হয়।এসময় বক্তারা বলেন,বর্তমান সরকারের আমলেই পার্বত্য এলাকার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে,আগামীতে ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং বান্দরবানের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে।
বান্দরবান সড়ক বিভাগের বাস্তবায়নে দীর্ঘ ৪১ মিটার পিসি গার্ডার ব্রীজটি নির্মান করতে সময় লাগবে ১ বছর আর এই ব্রীজটি নির্মান করতে ব্যয় করা হবে ৯ কোটি ১১ লক্ষ টাকা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!