

“আমার দেশ আমার প্রান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়ন শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এছাড়াও বান্দরবান জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বান্দরবান সেনা জোন অন্তর্গত চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী,শীতবস্ত্র বিতরন করেছে বান্দরবান সেনা রিজিয়ান।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ,এসজিপি, এনডিসি,এ এফ ডব্লিউসি, পিএসসি,পিএইচডি।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন বলেন,অত্র অঞ্চলে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে বান্দরবান সেনা রিজিয়ন দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন।শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয় ইতিপুর্বে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী,বই, শীত বস্ত্র বিতরন করা হয়েছে।মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় তিনি কোমলমতি শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং আগামীতেও সেনাবাহিনীর এমন মানবিক কর্মতৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন।এসময় বান্দরবান সেনা জোন এর কমান্ডার ল্যাফটেনেন্ট কর্নেল এ.এস.এম মাহমুদুল হাসান, পিএসসি,বান্দরবান সেনা রিজিয়ন এর জিএসও-৩ ক্যাপ্টেন আব্দুল মান্নান,স্থানীয় জনপ্রতিনিধি,অভিবাবক, পাড়াবাসীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নয়টি উপকরনের শিক্ষা সহায়ক সামগ্রীতে ছিলো খাতা,কলম, পেন্সিল,রাবার,কাটার,পেন্সিল বক্স,স্কেল,চিপস,জুস।এছাড়াও প্রত্যেক শিক্ষার্থী কে একটি করে আকর্ষনীয় স্কুল ব্যাগ ৩ শিক্ষককে শীতের জ্যাকেট এবং শীতবস্ত্র বিতরন করে সেনা রিজিয়ন বান্দরবান।