সেনা রিজিয়নের মানবিক উদ্যোগঃ সহায়তা পেয়ে অসংখ্য মানুষের মুখে হাসির ঝিলিক


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩ মার্চ, ২০২২ ১২:১০ : অপরাহ্ণ 268 Views

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মাধ্যমে সকলকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়েছেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক,এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি।বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ৫ ই বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়ামে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন আহবান জানান রিজিয়ন কমান্ডার।তিনি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে অতীতেও তাদের পাশে ছিলো,এখনও আছে এবং আগামীতেও তাদের পাশে থাকবে।এসময় তিনি,এই ধরনের মানবিক সহায়তা প্রদান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।রিজিয়ন কমান্ডার এসময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন,পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বান্দরবান সেনা রিজিয়ন কাজ করে যাবে।এদিন সকালে বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান জেলার আপামর গরীব দুস্থ ও অসহায় মানুষ সহ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ক্লাব এর মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার,বান্দরবান।অনুষ্ঠানে বান্দরবান জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি বলেন,সম্প্রীতির বান্দরবানে উন্নয়ন ও অগ্রযাত্রায় অন্যতম অংশীদার হিসেবে সেনাবাহিনী কাজ করছে।বান্দরবানকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী সর্বদা সোচ্চার।আহবান জানাই,ধনী-গরীব ভেদাভেদ ভুলে সবাই একযোগে কাজ করে পার্বত্য অঞ্চলে সুখ শান্তি ফিরে আনুন।সেনাবাহিনী সর্বদা দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল আছে এবং আজকের ন্যায় আগামীতেও থাকবে।আজকের এই মানবিক সহায়তা প্রদান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।সর্বোপরি তিনি সকলকে সেনাবাহিনী তথা প্রশাসনকে পার্বত্য অঞ্চল কে সন্ত্রাস দুর্নীতি মুক্ত ও শান্তি ফিরিয়ে আনতে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।অনুষ্ঠানে বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি,উপ-অধিনায়ক মেজর এস.এম.মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি,জিটুআই ক্যাপ্টেন নাইম পারভেজ,জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ সহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।অতিথিদের বক্তব্য শেষে অনুষ্ঠানে মানবিক সহায়তা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীর বাছাইকৃত জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।এসময় কর্মসংস্থানের কথা বিবেচনায় সর্বমোট সাতটি সেলাই মেশিন,শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইলচেয়ার, পারিবারিক উপার্জনক্ষম করার জন্য একটি রিক্সা ও পাঁচটি ভ্যান সহ সর্বমোট ১৪ জনকে উপার্জনকারী সরঞ্জামাদি প্রদানের মাধ্যমে পারিবারিক উপার্জনক্ষম করার ব্যবস্থা করে দেওয়া হয়।নগদ অর্থ সহায়তার মধ্যে ঘর নির্মাণ,চিকিৎসা,অপারেশন,‌ শিক্ষাবৃত্তি,মেয়ের বিবাহ,স্কুল কলেজ ভর্তি ও বই ক্রয় সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫,৬৫,০০০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও জাবালে নূর জামে মসজিদ এর জন্য টয়লেট নির্মাণ,দক্ষিণ কালাঘাটা রাজানগর বাইতুন নুর জামে মসজিদের সংস্কার,হাজীপাড়া জামে মসজিদ এর জন্য চারটি মাইক এবং সর্বোপরি এডেন পাড়া রেনেসাঁ ক্লাব এর জন্য দুইজোড়া তবলা ও একটি গিটার প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৮২ জন কে সর্বমোট প্রায় ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।‌উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৭১ জন বাঙালি ও ১১ জন পাহাড়ি সহ তিনটি মসজিদ ও একটি ক্লাবকে এ সহায়তা প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!