এই মাত্র পাওয়া :

সিএনজি,মাহিন্দ্রা,অটোটেক্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২২ মার্চ, ২০২৩ ৩:৫৪ : পূর্বাহ্ণ 470 Views

বান্দরবান জেলা সিএনজি,মাহিন্দ্রা,অটোটেক্সি, অটোটেম্পু মালিক সমিতি এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ মার্চ) বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভোট গ্রহন সম্পন্ন করে নির্বাচন কমিশন।এতে বিনা প্রতিদ্বন্দীতায় শামসুল ইসলাম সভাপতি নির্বাচিত হন।এছাড়াও আরও তিনটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় আরও তিনজন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহসভাপতি পদে শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক পদে শৈক্য হ্লা মারমা,সাংগঠনিক সম্পাদক পদে মো.নাছির উদ্দিন,কোষাধ্যক্ষ নাছির উদ্দিনসহ কার্যকরী সদস্য হিসেবে চারজন নির্বাচিত হন।এছাড়াও কার্যকরী সদস্য পদে ফরিদুল আলম সহ আরও দুইজন সদস্য নির্বাচিত হন।নির্বাচনে প্রধান পর্যবেক্ষক পৌর মেয়র মো.ইসলাম বেবী আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষনা করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম.এ.মোমেন চৌধুরী।

নির্বাচন ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে ভোটাররা।প্রধান নির্বাচন কমিশনার এম এ মোমেন চৌধুরী জানান,১৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।১১ জন ভোটার অনুপস্থিত ছিলেন।তিনি সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।তিনি আরও বলেন,একটি সুষ্ঠু সুন্দর সর্বোপরি বিতর্কের উর্ধ্বে উঠে নির্বাচন পরিচালনা করতে কমিশনকে অনেক কঠোর হতে হয়েছে।তবে প্রার্থী এবং ভোটারদের বিপুল উৎসাহ পেয়ে নির্বাচনটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি।

এবিষয়ে নবাগত সভাপতি মো.শামসুল ইসলাম বলেন,সবাইকে নিয়ে মিলেমিশে মালিক সমিতিকে এগিয়ে নিতে কাজ করতে চাই।সমিতির স্বার্থসংশ্লিষ্ট যেকোনও কাজ নবনির্বাচিত সকলের পরামর্শ নিয়ে বাস্তবায়ন করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর