এই মাত্র পাওয়া :

সারাদেশে পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে,বান্দরবানে পুলিশ প্রধান


প্রকাশের সময় :২৪ জুলাই, ২০১৮ ১২:২০ : পূর্বাহ্ণ 796 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে পুলিশের সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে পুলিশের সদস্য বাড়ানোর পাশাপাশি দূর্গম এলাকায় যানবাহনের সংখ্যাও বৃদ্ধি করা হবে।গতকাল সোমবার বান্দরবানে সদর থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ পুলিশের বেশ কয়েকটি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্থরকালে সাংবাদিকদের এ কথা বলেন।আইজিপি সাংবাদিকদের আরো বলেন সারা দেশেই পুলিশের বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে শিগ্রই উদ্যোগ নেয়া হচ্ছে এবং এসব বিষয়ে প্রধানমন্ত্রীরও ইচ্ছা রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন পার্বত্য চট্রগ্রামে পুলিশ স্থাপনাগুলো এখানকার পর্যটন বৈশিষ্ঠের সাথে সমন্বয় রেখে তৈরী করা উচিত। এখানকার কর্মকর্তরা যদি কোন সহায়তা চান তবে তারা দেয়া হবে বলে জানান আইজিপি।পরে আইজিপি শহরের বালাঘাটা এলাকায় পুলিশ লাইনে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। সেখানে তিনি বেশ কয়েকটি গাছের চারাও রোপণ করেন।এ সময় তার সঙ্গে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খান, কক্সবাজারের পুলিশ সুপার মো. ইকবাল হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য বান্দরবানের ৭ উপজেলায় প্রায় ৬০ কোটি টাকা ব্যায়ে পুলিশের নতুন থানা ভবন, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি ভবন নির্মান করছে সরকারের গণপূর্ত বিভাগ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!