সাঙ্গু নদীর উপর দৃষ্টিনন্দন পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২৩ ৭:১৬ : অপরাহ্ণ 145 Views

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো বান্দরবানের রেইচা-গোয়ালিখোলা সাঙ্গু নদীর উপর নির্মিত ২২০মিটার দৃষ্টিনন্দন পিসি গার্ডার ব্রিজ।মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে গার্ডার ব্রীজটির উদ্বোধন করেন।এসময় গণভবনের সঙ্গে ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারা দেশের ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল।

ভিডিও কনফারেন্স এ বান্দরবান প্রান্তে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে উপস্থিত থেকে যুক্ত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জানান,প্রায় ১৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি বান্দরবান ব্রীজ নির্মান কাজটি বাস্তবায়ন করেছে।রেইচা, গোয়ালিখোলা,চেমী,শামুকঝিড়ি ও ডলপুাড়া এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দারা এর সুফল ভোগ করবে।তাছাড়াও এতে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।

জিয়াউল ইসলাম মজুমদার আরও বলেন, ব্রিজটি নির্মাণের ফলে বান্দরবান,কক্সবাজার,চট্টগ্রাম আর রাঙ্গামাটির সড়ক পথের দুরত্ব কমার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।নতুন এই ব্রিজ চালু হওয়ায় ফলে কৃষি-অকৃষিজ পণ্য পরিবহণ ও বাজারজাতকরণ সহজ হয়েছে এবং এলাকার উন্নয়ন ও আর্থ সামাজিক অবস্থার আরো ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!