সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার সৈকত শাহীন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৩ ৪:৩৩ : অপরাহ্ণ 73 Views

বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) বালাঘাটাস্থ পুলিশ লাইন্স মেসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেছেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গণমাধ্যমকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ।মাঠ পর্যায়ে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের আশা প্রকাশ করেন তিনি।পুলিশ সুপার আরো বলেন,বান্দরবানের গণমাধ্যমকর্মীরা যথেষ্ট বন্ধুভাবাপন্ন।এলাকার শান্তিশৃঙ্খলাসহ যে কোনো পরিস্থিতিতে তাদের সহযোগিতা পাওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো.রায়হান কাজেমী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম,সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো.ছালাহ উদ্দিন,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক,সদর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল,দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি মিলন চক্রবর্তী,বান্দরবান প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফরিদুল আলম সুমন,সিএইচটি টাইমস ডটকম প্রকাশক ও ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল) সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ সুপার সৈকত শাহীন এর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।অনুষ্ঠানে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন,আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচনী দায়িত্ব পালনকালে পুলিশের পক্ষ থেকে আমরা সকল ধরনের সহযোগিতা কামনা করি।পাশাপাশি আমরা গণমাধ্যমকর্মীরাও আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।সভায় বান্দরবান জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!