সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২২ ৬:০৭ : অপরাহ্ণ 329 Views

বান্দরবান এর নবাগত পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম বান্দরবানের উন্নয়ন ও আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পাশে থাকার আহবান জানিয়েছেন।বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে এমন আহবান জানান।এসময় তিনি,যেকোন সংবাদ প্রকাশ করার আগে সঠিক তথ্য ও ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশেরও অনুরোধ জানান।

শনিবার (২৭ আগস্ট) বান্দরবান সদর থানা সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বান্দরবান এর নবাগত পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম আরও বলেন,শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারষ্পরিক সৌহার্দ্যপুর্ন সম্পর্ক থাকতে হবে।

তিনি বান্দরবান জেলা কে সম্প্রীতির বান্দরবান উল্লেখ করে জনগণের নিরাপত্তাসহ সর্বোপরি একটি জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।এসময় তিনি মাদক,কিশোর গ্যাং তৎপরতা, সন্ত্রাস নৈরাজ্য,জুয়াসহ সবধরনের অপরাধ এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।পাশাপাশি তিনি সাংবাদিকদের সাথে নিয়ে এসব অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা হবে বলেও মন্তব্য করেন।

নবাগত পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম

বান্দরবান জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সেক্রেটারি মিনারুল হক বান্দরবানে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম কে বরন করে নেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.নাজিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.রেজা সরওয়ার,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো.সালাহ উদ্দিন,সদর অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম বাংলাদেশ পুলিশ ২৫ ব্যাচ এর একজন চৌকস কর্মকর্তা। কক্সবাজার জেলা পুলিশের আওতাধীন ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং সর্বশেষ ১৬,এপিবিএন এর অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন।তারও আগে তিনি চট্টগ্রাম জেলা পুলিশে দুই বছর কর্মরত ছিলেন।গত ২৩ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে বান্দরবান এর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!