শিরোনাম: জেলা প্রশাসক শামীম আরা রিনি’র এক ঘোষনায় ২০ লাখ টাকার অনুদান পেলো আলীকদম কলেজ নাইক্ষ্যংছড়িতে গ্রেফতার হলো স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চুচু মং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে ডেভিল হান্ট অভিযানঃ কারাগারে দুই আওয়ামীলীগ নেতা বান্দরবানের প্রথম পেশাদার ম্যারাথন কমিউনিটি “বান্দরবান হিল রানার্স” এর টিম জার্সি উন্মোচন করলেন নবাগত ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি বান্দরবানে মন্দির উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা

শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নির্বাচন আগামী ৮ অক্টোবর


প্রকাশের সময় :২ অক্টোবর, ২০১৭ ১২:২৭ : অপরাহ্ণ 964 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বৃহত্তর চট্রগ্রামের অন্যতম প্রাচীন ও বৃহত্তম শ্রমিক ইউনিয়ন, “বান্দরবান-কেরানিহাট-চট্টগ্রাম এর শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন” এর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে যার রেজিস্ট্রেশন নাম্বার চট্রঃ-১১৯১।আগামী ৮ অক্টোবর শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।এ লক্ষ্যে ইতিমধ্যে ৬ সদস্যকে নিয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।কমিটির চেয়ারম্যান করা হয়েছে সুব্রত কান্তুি দাশ প্রকাশ ঝন্টু বাবুকে।নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায় সভাপতি পদ ব্যাতিরেকে কার্য্যকরী সভাপতি,সহসভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ সর্বমোট ১৩টি পদের জন্য শ্রমিক নেতারা ভোটের লড়াইয়ে অংশ নিতে যাচ্ছেন।ইতিমধ্যে গত বুধবার (২০ সেপ্টেম্বর) স্ব স্ব পদের জন্য প্রার্থীরা নমিনেসন দাখিল করেছেন এবং গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দাখিলকৃত নমিনেশন গুলো যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে,প্রার্থী বাছাইয়ে ১৩টি পদে সভাপতি পদ ব্যাতিরেকে অন্য ১২টি পদের জন্য সর্বমোট ৫৬ জন শ্রমিক নেতা নমিনেশন পেপার সংগ্রহ করে এবং চুড়ান্ত বাছাইয়ে মাত্র ১জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করে নির্বাচন পরিচালনা কমিশন।শনিবার (২৩ সেপ্টেম্বর) নমিনেশন প্রত্যাহারের শেষ দিন এবং রবিবার ২৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হয়েছে।প্রতীক বরাদ্দে উল্লেখযোগ্য সংখ্যক এবং আলোচিত প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী যথাক্রমে আলহাজ্ব নজির আহামদ প্রকাশ কালু সেক্রেটারী আনারস বিপরীতে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃএয়াকুব,কার্যকরী সভাপতি পদে ২ প্রার্থী যথাক্রমে বাবু অমল দাশ বাস প্রতীক বিপরীতে মোঃখায়রুল বশর ড্রাইভার ছাতা মার্কা,সহসভাপতি পদে ৪ প্রার্থী যথাক্রমে সত্যেন্দ্র মজুমদার প্রজাপতি মার্কা,সাজেদুল ইসলাম মুন্সি চেয়ার মার্কা,আবুল কালাম নন্না মাছ মার্কা,ইকবাল হোসেন দেওয়াল ঘড়ি মার্কা,যুগ্ম সম্পাদক পদে ৩ প্রার্থী যথাক্রমে খোরশেদ আলম হরিণ মার্কা,মোঃলিয়াকত আলী-উড়োজাহাজ মার্কা,ডিপু বড়ুয়া-গোলাপ ফুল মার্কা,সহ সম্পাদক পদে ২ প্রার্থী যথাক্রমে মোঃসালেহ-হারিকেন মার্কা,ফজল কবীর- দোয়াত কলম,সাংগঠনিক সম্পাদক ৩ প্রার্থী যথাক্রমে মাহাবু আলম-হাতুড়ি মার্কা,মোঃআলমগীর-আম মার্কা, ফরিদুল আলম-চাকা এবং অর্থ সম্পাদক পদে ২ প্রার্থী যথাক্রমে আবু তাহের তালা-চাবি বিপরীতে প্রদীপ বড়ুয়া কবুতর প্রতীক নিয়ে নির্বাচনে ভোটের লডাইয়ে অবতীর্ণ হয়েছেন।এছাড়াও দপ্তর সম্পাদক,প্রচার সম্পাদক,সাধারণ সদস্য পদ সহ সর্বমোট ১২টি পদে ৫৫ জন প্রার্থীরা ভোটের লড়াইয়ে নেমেছেন।সম্পূর্ণ গণতান্ত্রীক পদ্ধতিতে সর্বমোট ৬৪৪ জন শ্রমিক এর প্রত্যক্ষ ভোটে নতুন নেতা নির্বাচিত হবে।৩বছর মেয়াদী এই নির্বাচিত কমিটি শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে।নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায় কার্যকরী সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুইজন,সহসভাপতি পদে পাচ জন প্রার্থী মূল নির্বাচনে অংশ গ্রহন করছে।এছাড়া অন্যান্য পদগুলোতে বাকী প্রার্থীরা বিভিন্ন পদের জন্য ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।সুষ্ঠুভাবে ভোট সুসম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি দফায় দফায় বৈঠক করেছেন এবং যেকোনও মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে একমত হয়েছেন।যদিও বৃহত্তর চট্টগ্রামের এই প্রাচীন ও বৃহত সংগঠনটির বিগত ১৭ বছরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান কে বিনা প্রতিদন্দীতায় আগামী তিন বছরের জন্য পুনরায় সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।এবিষয়ে পুনরায় নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান সিএইচটি টাইমস ডটকমকে এক প্রতিক্রিয়ায় জানান,আমি সবসময় দলমতের উর্ধ্বে উঠে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করেছি।পরিবহন শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে দীর্ঘ সতেরো বছরের এই লম্বা সময়ে কখনও কারো সাথে আপোষ করিনি,আগামীতেও করবোনা।পরিবহন শ্রনেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা আমাকে যে সম্মান দিয়েছে এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।বিগত ১৭ বছরের ন্যায় আগামীতেও শ্রমিক’র ন্যায্য অধিকার আদায় এবং শ্রমিকদের কল্যাণে আমি দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবো ইনশাল্লাহ।এদিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুব্রত কান্তি দাশ সিএইচটি টাইমস ডটকমকে জানিয়েছেন,একটি অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে আমরা কাজ করছি।আশা করছি বৃহৎ এই শ্রমিক ইউনিয়নের নির্বাচন টি আমরা কোনও প্রকারের ঝামেলা ছাড়া সম্পাদন করতে পারবো।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ইতিমধ্যে সিভিল ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি।ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি অঙ্গীকারাবদ্ধ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!