শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারনেই পাহাড়ে এতো উন্নয়নঃ মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৮ : অপরাহ্ণ 212 Views

বান্দরবান পৌরসভার নিউ গুলশান,ক্যাচিংঘাটা এবং বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শনিবার (২৩ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে এসব উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

এর আগে গত শুক্রবার বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এদিন তিনি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী ভবন,৪৫ লক্ষ টাকা ব্যয়ে মেঘলা পেট্রোল পাম্প সংলগ্ন মার্কেট ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৯০ লক্ষ টাকা ব্যয়ে মেঘলা সৎসঙ্গ বিহার এর ফলক উন্মোচন করে উদ্বোধন করেন।
এসময়

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য এলাকায় আজকে উন্নয়নের জোয়ার বইছে।পার্বত্য অঞ্চলে যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে তার সুফল ভোগ পাহাড়ের জনগণ।আগামীতে উন্নয়ন অব্যাহত থাকবে।

এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম,পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!