শিলক খালের উপর গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর ও ছাউপাড়া বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন


প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০১৮ ৮:৩৭ : অপরাহ্ণ 721 Views

বান্দরবানে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সদর উপজেলার ছাউপাড়া শিলক খালের উপর ৬০.০০ মিটার আর.সি.সি গার্ডার ব্রীজ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও ছাউপাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার এর শুভ উদ্বোধন করেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি উদ্বোধন ও ভিত্তি প্রস্থর করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার মোঃআলী হোসেন,বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী এম.আব্দুল আজিজ,সহকারী প্রকৌশলী মোঃ নুর হোসেন,বান্দরবান জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা,বান্দরবান জেলা পরিষদের সদস্য ¤্রাসা খেয়াং,২নং কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানা প্রু র্মামা,৩নং রেইচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাশৈ প্রু সাবু,ছাউ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়াও অনুষ্ঠানে অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সাবেক ছাত্রনেতা পাহ্লাঅং মার্মা,বান্দরবান সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ক্য চিং অং মার্মা,বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগ নেতা সুমন র্মামা,বান্দরবানের প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ খোরশেদুল আলম,ঠিকাদার মোঃহারুনুর রশিদ,সদর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান সহ বান্দরবান জেলা ও সদর উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরাও উপস্থিত ছিলেন। পার্বত্য চট্ট্রগাম উন্নয়ন বোর্ডের প্রকল্প কাজ গুলোতে মোট প্রকল্প ব্যায় ধরা হয়েছে ৬৪৭.৬২ লক্ষ টাকা।এ ছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ছাউপাড়া ৪টি পানির ট্যাঙ্কসহ জিএসএফ এর মাধ্যমে পানি সরবরাহ করণ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী প্রকল্প বাস্তায়নের ব্যায় হয়েছে ১৫ লক্ষ টাকা।ভিত্তি প্রস্থর ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে উন্নয়ন হয়,অন্যদল ক্ষমতায় থাকলে পাহাড়ে উন্নয়নের নামে লুট পাট হয়,বর্তমান আওয়মীগ সরকার শিক্ষা-চিকিৎসা,রাস্তাঘাট-ব্রীজ কালভাট,বৌদ্ধ বিহার,মন্দির,মসজিদ,গীর্জাসহ সকল বিভাগের উন্নয়ন করে যাচ্ছে,বান্দরবান এক সময় শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে ছিল,বর্তমান সরকার শিক্ষা খাতকে অনেকটা গুরুত্ব দিয়েছে,শিক্ষায় জাতির মেরুদন্ড,শিক্ষা ছাড়রা কোন জাতিন উন্নত হতে পারে না,যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত,তাই জীবনে উন্নতি করতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই।বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষক দের আরো মনোযোগী হতে হবে। এবং ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানো নতুন নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নানা ব্যবহারিক দিক দিয়ে উন্নয়ন করতে হবে। আগমীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করা সুযোগ করে দিবেন।উল্লেখ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ছাউ পাড়া আগমণ উপলক্ষে প্রধান অতিথির সম্মানে সদর উপজেলা আওয়ামলীগ,সদর উপজেলা যুগলীগ,২নং কুহালং ইউনিয়ন পরিষদ,ছাউ পাড়া বাসীর গেইট সহ প্রায় ৮টি তোরণ বা গেইট তৈরী করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!