শিক্ষার্থীদের হাফ বাস ভাড়া নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৪ ডিসেম্বর, ২০২১ ১২:৫৯ : পূর্বাহ্ণ 328 Views

শিক্ষার্থীদের হাফ বাস ভাড়া নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে বান্দরবানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা।এছাড়াও শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস চেয়ারম্যান,বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু,বান্দরবান প্রেসক্লাব সেক্রেটারি মিনারুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।সভায় বান্দরবান-কেরানিহাট এবং চট্টগ্রাম সড়কে যাতায়াতকারী সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাফ বাস ভাড়া কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান-চট্টগ্রাম সড়কে চলাচলকারী পুরবী ও পূর্বানীর প্রতিটি বাসে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী হাফ ভাড়ায় যাতায়াতের সুবিধা পাবে।অন্য দিকে বান্দরবান-কেরানিহাট সড়কে চলাচলকারী লোকাল বাসগুলোতে সুনির্দিষ্টভাবে আসন সংখ্যা নির্ধারণ করা না হলেও লোকাল বাসের নিয়মিত যাত্রীদের অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীরা লোকাল বাসগুলো তে হাফ ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবে।উল্লেখ্য, বান্দরবান জেলা শহর এবং সদর উপজেলায় বসবাসরত শিক্ষার্থীরাই শুধুমাত্র নিজ-নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন পুর্বক হাফ বাস ভাড়া দিয়ে নিয়মিত যাতায়াতের সুযোগ পাবেন।এদিকে হাফ বাসভাড়া কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!