

বান্দরবান অফিসঃ-বান্দরবানের লামায় নব-নির্মিত ৩৩/১১ কে.ভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১০টায় লামা পৌরসভার মধুঝিরিস্থ বিদ্যুৎ সরবরাহ উপ-কেন্দ্রটির উদ্বোধন শেষে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মাসরুফ,তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.ইসমাইল,লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ,জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল,ফাতেমা পারুল,অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের উপজাতি ও বাঙ্গালী জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়।