

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রাণঘাতি কলেরা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বান্দরবান সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিবিরগুলোতে এ রোগের ভ্যাকসিন খাওয়ানো শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।জেলা প্রশাসন এতে সহায়তা করছে।গতকাল রোববার দুপুরে তুমব্রু সীমান্ত এলাকায় কলেরা ভ্যাকসিন ঔষধ খাওয়ানো কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক।এ সময় পুলিশ সুপার সঞ্জিত কুমার,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমাসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া বিশটি স্বাস্থ্য ক্যাম্পে প্রায় দশ হাজার রোহিঙ্গাদের মাঝে কলেরা ভ্যাকসিন ঔষধ খাওয়ানো হয়।বিশেষ করে দুই বছর বয়সী শিশু থেকে শুরু করে যেকোনো বয়সী নারী-পুরুষদের এই ভ্যাকসিন খাওয়ানো হয়।সোমবার সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা চাকঢালা এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে দিনব্যাপী এই ঔষধ খাওয়ানো হবে।ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.অংশৈ প্রু জানান,নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য টিকা খাওয়াতে ৪০টি টিম কাজ করবে।প্রতিটি টিমে ৫ জন করে সদস্য ১ বছর বয়সের উপর সবাইকে টিকা খাওয়াবে।মোট ২২ হাজার রোহিঙ্গাদের পর্যাক্রমে টিকা খাওয়ানো হবে।সোমবার থেকে নাইক্ষ্যংছড়ির সাপমারা ঝিড়ি,বড় ছনখোলা ও ফুলতলি ক্যাম্পে টিকা খাওয়ানোর কাজ শুরু হবে।