

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের দুর্গম তিনাপ সাইতার ঝর্ণায় গোসল করতে গিয়ে দুই পর্যটক নিখোঁজ হয়।ঝর্ণাটি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত।গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।নিখোঁজ হওয়া দুই পর্যটক হলেন মো.শহিদুল ইসলাম (২৭)।তার বাড়ি বরিশাল জেলায়।অপরজন হুজ্জাত উল্লাহ (২৬)।তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।স্থানীয়রা জানায়,৭ বন্ধু মিলে গতকাল সোমবার তারা রোয়াংছড়ি হয়ে দুর্গম তিনাপ সাইতার ঝর্ণায় বেড়াতে যায়।সেখানে বিকেলে গোসল করার সময় প্রচণ্ড ঢল নামলে দুজন ভেসে যায়।বাকি ৫ পর্যটক বর্তমানে ওই ঝর্ণার পার্শ্ববর্তী শুক্রমনি পাড়ায় অবস্থান করছে।ওই পাড়ার লোকজন পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।এছাড়া ঘটনার পর মুন্নুয়াম পাড়া ও রনিন পাড়ায় সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে।সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে.কর্নেল আরিকুল জানান,৭ পর্যটক রোয়াংছড়ি হয়ে রুমা উপজেলার শুক্রমনি পাড়ার কাছে তিনাপ সাইতারে বেড়াতে যায়।সেখানে দুই পর্যটক স্রোতের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।তাদের উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরিদের খবর দেওয়া হয়েছে।এছাড়া স্থানীয় সেনা ক্যাম্প থেকে সহায়তার পাশাপাশি পাড়ার লোকজন নিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।এদিকে সোমবার রাত সাড়ে দশটায় রুমা উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ শরিফুল ইসলাম বলেন,নিখোঁজ দুই পর্যটককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।