রাজার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ ও স্বারকলিপি


প্রকাশের সময় :১২ আগস্ট, ২০১৮ ১০:৩৬ : অপরাহ্ণ 761 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবানে  বোমাং সার্কেল চীফ মার্মা সম্প্রদায়ের রাজা কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ বাতিল ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের আদিবাসী স্বীকৃতি আদায়ের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ আগষ্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালী ছাত্র পরিষদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্রপরিষদের সাবেক সভাপতি কামরান ফারুক,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো.মিজানুর রহমান,নাগরিক পরিষদের আহবায়ক মো. আতিকুর রহমান, বাঙ্গালী নেতা এইচ.এম. সম্রাট।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বোমাং রাজা বিভিন্নভাবে বাঙ্গালীদের হয়রানী করছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকুরী, জমি ক্রয়ের ক্ষেত্রে বোমাং রাজার সনদপত্র বাধ্যতামুলক করা হলেও সনদপত্র সংগ্রহ করতে বাঙ্গালীদের অতিরিক্ত টাকা প্রদান করতে হচ্ছে এবং নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ জনগণের।এসময় বক্তারা আরো বলেন, বান্দরবানে বর্তমানে বোমাং রাজার কারণে হেডম্যানরা জমির প্রতিবেদন প্রদানের নামে জমি বিক্রয় থেকে ৫% টাকা আদায় করছে এবং টাকা না দিলে হেডম্যান প্রতিবেদন প্রদান করছে না। তারা আরো বলেন একই দেশে দুইটি আইন হতে পারে না।বাংলাদেশের কোথাও স্থায়ী বাসিন্দার জন্য রাজার সনদ নিতে হয় না শুধুমাত্র পার্বত্য এলাকায় এ আইন বৈষম্যমূলক। তাই সংবিধান পরিপন্থী এ প্রথা বাতিলের দাবী জানান তারা।মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়, পরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়া সকলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!