যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২৪ ১১:৪৬ : পূর্বাহ্ণ 138 Views

যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।এসময় শহরের হাজার হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী। পরে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান জর্জকোট জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুজিবুল হক (হাফি)। এছাড়া ও বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়।নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো.শফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং মুসলিম ধর্মালম্বী জনসাধারণ।ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহ্ ময়দানে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য।মেটাল ডিটেক্টর এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!