শিরোনাম: সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবেঃ সাচিং প্রু জেরী কাতার রেডক্রস এর আর্থিক পৃষ্ঠপোষকতায় অসহায়দের মাঝে মাংস বিতরন করলো বান্দরবান রেডক্রিসেন্ট যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত কুহালং হেডম্যান পাড়ায় নানা আয়োজনে মাসিক স্বাস্থ্য দিবস-২৫ পালিত বান্দরবানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বান্দরবানে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির যাত্রা : সম্প্রীতির ছায়াতলে এক নতুন প্ল্যাটফর্ম নির্মাণাধীন বুদ্ধমূর্তি ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মানবাধিকার কমিমশনের মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ জানুয়ারি, ২০২৩ ১২:৫১ : পূর্বাহ্ণ 378 Views

বান্দরবানে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও
সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৭ই জানুয়ারি) সন্ধ্যায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ।সভায় সভাপতিত্ব করেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

প্রধান অতিথির বক্তব্যকালে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ বলেন,মানবাধিকার রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।শুধু জাতীয় মানবাধিকার কমিশন নয়,সবাই মিলে সচেতন হলে সকলের মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।এসময় তিনি আরো বলেন,বাংলাদেশের স্বাধীনতা এসেছিল মানবাধিকার রক্ষা করতে গিয়ে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহবানে ১৯৭১সালে বাঙ্গালী জাতির মানবাধিকার রক্ষায় এদেশের অসংখ্য সাধারণ জনগণ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে এবং বাঙ্গালী জাতির মানবাধিকার প্রতিষ্ঠা করেছে।এসময় তিনি জেলা কমিটির সদস্যদের আরো জোরদার ভূমিকা রাখার মাধ্যমে দেশের উন্নয়ন তরান্বিত করার আহবান জানান।তবে রুদ্ধদার মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে বান্দরবান এর লামা উপজেলার সরইতে ম্রো পরিবার এর বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছেন কমিশন সদস্য কংজরি চৌধুরী।

এসময় কমিশন এর সার্বক্ষণিক সদস্য মো.সেলিম রেজা,সদস্য মো.আমিনুল ইসলাম,কংজরী চৌধুরী,ড.বিশ্বজিৎ চন্দ,সচিব (যুগ্ম সচিব) নারায়ণ চন্দ্র সরকার,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,কমিশন এর পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম,পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক মো.আজহার হোসেনসহ সুরক্ষা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একইদিন (১৭ জানুয়ারি) বিকেলে লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেঁকিছড়া আমবাগান এলাকার রেংয়েং ম্রো পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ।এসময় কমিশন চেয়ারম্যান বলেন,যারা অগ্নিকান্ড ও লুটপাটের ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করা হবে।অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।আমরা বিশ্বাস করি তারা অবশ্যই শাস্তি পাবে।তিনি ক্ষতিগ্রস্ত পাড়াবাসীর উদ্দেশ্যে বলেন,আপনারা নিজেদের অসহায় মনে করবেন না।সরকার,স্থানীয় প্রশাসন এবং জাতীয় মানবাধিকার কমিশন আপনাদের পাশে আছে বলেও তিনি এসময় উল্লেখ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
June 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!