এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে অসহায় দু:স্থ রোগীদের নিয়মিত বিনামুল্যে চিকিৎসাসহ মানবিক সহায়তা দিচ্ছে সেনাবাহিনী রাজার সনদ বাতিল করতে হবেঃ কাজী মজিবুর রহমান বান্দরবানে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতাঃ সিএইচটি টাইমস ডটকম এর উপহারের জার্সি পেলো ফাইনালিস্ট চড়ুই পাড়া একাদশ বিটিভি তে ফিরলো নতুন কুঁড়িঃ ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম রুমায় ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শুরু হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা বিএনকেএস এর নাগরিক সংলাপঃ নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান

মাইক্রো,জীপ,পিকআপ ষ্টেশনের নবনির্মিত যাত্রী সেবা কেন্দ্রের উদ্বোধন


প্রকাশের সময় :১৬ এপ্রিল, ২০১৮ ৭:৫৭ : অপরাহ্ণ 790 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবান পার্বত্য জেলার মাইক্রো-জীপ ও পিকআপ ষ্টেশনের নব-নির্মিত যাত্রী সেবা কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রী সেবা কেন্দ্রর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।আজ সোমবার সকাল ১০টায় বান্দরবান জীপ-কার-মাইক্রোবাস ইউনিয়নের অফিস সংলগ্ন এলাকায় ঝমকালো ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাইক্রো-জীপ ও পিকআপ মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম (প্রকাশ সাংবাদিক নাছির) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃরায়হানুর রশীদ সিদ্দিকী, পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার, শৈলশোভা শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,মাইক্রো-জীপ ও পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ,পূর্বাণী মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু কান্তি দাশ,উজ্জল বাবু,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার,মাইক্রো-জীপ ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ।এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রাক মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বশির খাঁন,এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,মাইক্রো-জীপ ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন,জীপ-কার-মাইক্রোবাস ইউনিয়নের নেতা আক্তারুজ্জামান বাবু, মোঃআলমগীর,মোহাম্মদ আলী,মোঃহারুন-অর-রশিদ,সম্পাদক মোঃআলমগীর,মোঃসোহেল বাদশা,পুলেশে মার্মা,ইমরান হোসেন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,বান্দরবান একটি পর্যটন নগরী,কক্সবাজারের পরে দ্বিতীয় স্থানে বান্দরবান এর নাম উঠে আসে এখানে দেশী-বিদেশী পর্যটক আস্ছে,পর্যটকরা আমাদের অতিথি আমরা অতিথিদের যে ভাবে সম্মান করা দরকার আমরা তাদেরকে সে ভাবে সম্মান করবো,চালক ভাইরা যদি তাদের সাথে সুন্দর আচরণ করে তাহলে সেই পর্যটক দেশে-বিদেশে বান্দরবানের সুনাম ছড়িয়ে দিবে,যার ফলে বান্দরবানে আরো বেশী,বেশী পর্যটক আসবে,পর্যটক আসার কারণে আপনাদের জীবনে চলার মান আরো উন্নত হবে।আর যদি আপনারা পর্যটকদের সাথে ভাল ব্যবহার না করেন তাহলে তারা বান্দরবান সম্পর্ক একটা খারাপ মন্তব্য করবে যার ফলে আপনি একজনের জন্য পুরো বান্দরবানের মানুষকে তারা খারাপ বলবে,সেই জন্য আপনারা আরো বেশী সেবা দানের মানসিকতা নিয়ে গাড়ী চালা বেন,আর আপনারা নিয়মের বাইরে অতি জোরে গাড়ী চালাবেন না?কারণ একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না,একটি দুুুুর্ঘটনা হলে আপনার পরিবারের প্রায় ৪-৫জন লোক আপনার উপর যারা নির্ভরশীল,আপনার অনুপস্থিতিতে তাদের জীবনে নেমে আসবে ভয়াবহ অন্ধকার জীবন।আসুন আমরা সাবধানে গাড়ী চালাই,জীবন ও সম্পাদের রক্ষা করি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!