ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২২ মে, ২০২২ ৯:৪২ : অপরাহ্ণ 453 Views

ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।রবিবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,রোয়াংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.ফখরুল ইসলাম,রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.কায়েসুর রহমান,নির্বাহী ম্যাজেস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক মো.ওসমান গণি সদরের উপজেলা ভাইস চেয়ারম্যান রাজুমং হ্যাডমেন,সদরের হ্যাডমেন সাচ প্রুসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই জনগণের ভূমি সেবা প্রাপ্তির বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এবার ভূমি সেবা সপ্তাহ ২০২২ দেশব্যাপী উদযাপিত হচ্ছে।জনগণের ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার জন্য নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে।বান্দরবান পার্বত্য জেলার জরিপ কার্যক্রম অদ্যাবধি সম্পন্ন হয়নি বিধায় এ জেলায় এখনো ই-নামজারি,অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমটি শুরু করা যায়নি।এসময় জেলা প্রশাসক ভূমি সপ্তাহ উপলক্ষে,বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা প্রদান নিশ্চিত করার জন্য অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব),সহকারী কমিশনার (ভূমি),রেভিনিউ ডেপুটি কালেক্টর,মৌজা হেডম্যান,কানুনগো ও সার্ভেয়ারগণ নিরলসভাবে কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।পরে তিনি এই সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,ভুমি উন্নয়ন কর স্ব প্রণোদিত হয়ে জনগণ কে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার আহবান জানান।তিনি বলেন,বান্দরবান জেলায় সার্বিকভাবে ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ।সদর উপজেলায় জমাদানকৃত উন্নয়ন করের আনুপাতিক গড় কিছুটা ভালো হলেও অন্য উপজেলাগুলো কিছুটা পিছিয়ে আছে।জনগণকে ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করতে হবে।এটা নিয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে।কোনও কারণে ভূমি অফিস গুলোতে জনগণের সেবা পেতে গিয়ে ভুগান্তির স্বীকার হতে হলে আমরা অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।তিনি,সেবা সপ্তাহের সফলতা কামনা করে ভূমি জটিলতা নিরসনসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত সভায় উপস্থাপন করেন।রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.কায়েসুর রহমান বলেন,ভূমি উন্নয়ন কর দিব,দেশের উন্নয়নে অংশ নিবো এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবান জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে সারাদেশের ন্যায় ভূমি সেবা সপ্তাহ দিবস বান্দরবান জেলাতেও পালিত হচ্ছে।বান্দরবান জেলায় ১ লক্ষ ২৪ হাজার একর ভূমি আছে।নামজারি সহ ভূমি সেবা সহজ করার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিসগুলো একযোগে কাজ করে যাচ্ছে।এসময় তিনি ভুমি উন্নয়ন কর স্ব প্রণোদিত হয়ে জনগণ কে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য আহবান জানান।আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে চারজন উপকারভোগীর হাতে তাৎক্ষণিক জমাবন্দি তুলে দেন জেলার কালেক্টর ইয়াছমিন পারভীন তিবরীজি।একই সময় তিনি টঙ্কাবতী মৌজার হেডম্যান মা ইয়ং ম্রোকে ভূমি উন্নয়ন কর আদায়ের দলিল হিসেবে স্বীকৃত “ডিসিআর” প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!