ব্লাইন্ড জাতীয় ক্রিকেট দলের সদস্য সুকেল তঞ্চঙ্গ্যার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ জুলাই, ২০২৩ ৫:৫৩ : অপরাহ্ণ 224 Views

বিশ্ব প্যারা অলিম্পিক গেমস ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ জাতীয় ব্লাইন্ডক্রিকেট দলের সদস্য বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর দৃষ্টিপ্রতিবন্ধি ছাত্র সুকেল তঞ্চঙ্গ্যা কে নগদ অর্থ সহায়তা ও বিশেষ ক্রিকেট বল উপহার হিসেবে তুলে দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে এই অর্থ সহায়তা তাকে প্রদান করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় সিএইচটি টাইমস ডটকম ফাউন্ডার ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) উপস্থিত ছিলেন।সুত্রে জানা যায়,আগামী আগষ্টে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব প্যারা অলিম্পিক ব্লাইন্ডক্রিকেট টুর্ণামেন্টের প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করতে উপহার প্রদান করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

জানা যায়,আগষ্টের প্রথম সপ্তাহে প্যারা অলিম্পিক গেমস ২০২৩ এ অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে ন্যাশনাল বাংলাদেশ ব্লাউন্ড ক্রিকেট দল।আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নয়টি দল অংশগ্রহন করছে।

প্রসঙ্গত,গতবছর ভারতের মাটিতে ৭টি দেশের অংশগ্রহণে থার্ড ব্লাইন্ড টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর রানার্সআপ দলের অন্যতম সদস্য ছিলেন সুকেল তঞ্চঙ্গ্যা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!