বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৭ : অপরাহ্ণ 106 Views

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন,বান্দরবানে শিক্ষাব্যবস্থা,যাতায়াত,স্বাস্থ্য ব্যবস্থা,পাহাড়ে চাঁদাবাজিসহ সব বিষয় নিয়ে আমরা ঢাকা গিয়ে প্রধান উপদেষ্টারের সঙ্গে কথা বলব।স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় গুলোতে একটার সঙ্গে আরেকটার বিভেদ তৈরি করে দিয়েছে বিদায়ী ফ্যাসিস্ট হাসিনা সরকার।আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব সমতল ও পাহাড়ে যেন একই রকম শিক্ষাব্যবস্থা করা হয়।বুধবার (১১ সেপ্টেম্বর) বান্দরবান সফরকালে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,বিদায়ী ফ্যাসিস্ট সরকার দেশটাকে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে।স্বৈরাচার সরকার শিক্ষাব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়ে গেছে।ছাত্রদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে।ছাত্ররাই এই দেশ পরিচালনায় রোডম্যাপ দেবে।

ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব সরকারি কর্মকর্তা আছেন তাদের সব অনিয়ম,দুর্নীতি,অত্যাচার আর ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে।তাই এখন নতুন করে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।সবাইকে সজাগ থাকতে হবে,যেন দেশটাকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে।সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ অন্য সফরসঙ্গী ও বান্দরবানের সাধারণ ছাত্রজনতা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!