বিষাক্ত সাপের দংশনে তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তার মৃত্যু


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৯ জুন, ২০২৩ ১:৪৯ : পূর্বাহ্ণ 93 Views

বান্দরবানে বিষাক্ত সাপের দংশনে চিরন্তন চাকমা (৪৯) নামে নামে তুলা উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় বান্দরবানের বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।মৃত চিরন্তন চাকমা রাঙামাটি জেলার বনরূপা নিবাসী হোমিও চিকিৎসক মৃনাল কান্তি চাকমার ছেলে। তিনি বান্দরবানের তুলা গবেষণা কেন্দ্রের কটন ইউনিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।বান্দরবান পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা জানান, শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় দোকান থেকে তুলা গবেষণা কেন্দ্রের কোয়ার্টারে ফেরেন চিরন্তন চাকমা। বাসার উঠানে পৌঁছাতেই হঠাৎ তাকে বিষাক্ত সাপ দংশন করে।পরে তার চিৎকারে স্বজনেরা সঙ্গে সঙ্গে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক রাত ১২টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করেন এবং শেষে অবস্থার উন্নতি না হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেন।পরে রাত ১২টায় তাকে বান্দরবান সদর থেকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং ভোর ৫টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।চিরন্তন চাকমার মৃত্যুতে তার পরিবার,কার্যালয়সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!