এই মাত্র পাওয়া :

বিএনকেএস এর নাগরিক সংলাপঃ নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২০ আগস্ট, ২০২৫ ৩:৪৯ : অপরাহ্ণ 743 Views

দেশের সকল নারীদের প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।বুধবার (২০ আগস্ট) সকালে ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় ও বিএনকেএস এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম,সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভুমিকা শীর্ষক সংলাপ সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এই আহ্বান জানান।তিনি আরো বলেন,নারীরা দেশের বোঝা নয়,পুরুষদের সাথে সমানভাবে তাল মিলিয়ে নারীরাও এখন এগিয়ে যাচ্ছে।কিন্তু নারীরা নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলে নানা সমস্যা সম্মুখীনের মুখোমুখি পড়তে হয়।তাই সরকারের উচিত প্রতিটি নারীদের স্বাধীনতা প্রধান্য দেয়ার পাশাপাশি আইনগতভাবে নারীদের অধিকার দেওয়া।সংলাপ সভায় বিএনকেএস এর আয়োজনে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা,দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, বিএনকেএস এর সভানেত্রী নেমকিম বম,উপ নির্বাহী পরিচালক উবানু মারমা,ট্রেইনিং অফিসার পারমিতা চাকমা,ফিল্ড অর্গানাইজার উমে খ্যাই মারমা সহ বিভিন্ন নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,উক্ত সভায় চলতি বছরের জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানান বিএনকেএস এর উপ-পরিচালক উবানু মার্মা।এছাড়াও যৌতুক,পারিবারিক সহিংসতা,মানসিক ও শারীরিক নির্যাতনের মতো আরও ২৭টি ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর