এই মাত্র পাওয়া :

শিরোনাম: জেলা শহরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ জনকে জরিমানা করলো মোবাইল কোর্ট বান্দরবানে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত গভীর রাতে আগুনে বলিবাজারের অন্তত ১৩ দোকান আগুনে পুড়ে ছাই রেইচা সেনা চেকপোস্টে রোহিঙ্গা নারীসহ ভুয়া এনজিও কর্মী আটক বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান হেডম্যান নুরুল হক এর শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন জেলা বিএনপি আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবান পৌরসভা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কাজ করবোঃ অধ্যাপক থানজামা লুসাই

বালিকা উচ্চ বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করলো রোটারি ক্লাব অব বান্দরবান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২৩ ৩:৫৬ : অপরাহ্ণ 348 Views

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করলো রোটারি ক্লাব অব বান্দরবান।৫ নভেম্বর (রবিবার) সকালে রোটারি ক্লাব অব বান্দরবান এর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের সুপেয় পানির চাহিদা মেটানোর জন্য নতুন ২টি বৈদ্যুতিক পানির ফিল্টার মেশিন স্থাপন করা হয়।এদিকে ২টি বৈদ্যুতিক পানির ফিল্টার মেশিন চালু উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠানের।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই বৈদ্যুতিক পানির ফিল্টার মেশিন উদ্বোধন করেন টুরিষ্ট পুলিশ বান্দরবানের পুলিশ সুপার মনজুর মোরশেদ।

এসময় অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ,রোটারি ক্লাব অব বান্দরবান এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফারুক আহামদ চৌধুরী (পিইচএফ),এসিস্টেন্ট গর্ভনর রোটারিয়ান মোহাম্মদ মহিউদ্দিন (পিএইচএফ), রোটারিয়ান পি.পি আনোয়ার হোসেন,রোটারিয়ান পি.পি আনিসুর রহমান সুজন,রোটারিয়ান পি.পি নাজমুল হাসান ভূইয়া,সেক্রেটারী রোটারিয়ান মো.হুমায়ন কবির,বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রোটারি ক্লাব অব বান্দরবান এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফারুক আহামদ চৌধুরী (পিএইচএফ) বলেন,রোটারি ক্লাব অব বান্দরবান জেলার উন্নয়নে সবসময় কাজ করে আসছে।বান্দরবানবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করে ইতিপূর্বেও এই সংগঠন গরীব দু:খী ও অসহায়দের পাশে ছিল,আগামীতেও থাকবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ট্যুরিষ্ট পুলিশ বান্দরবানের পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন,রোটারি ক্লাব সারাবিশ্বে মানবতার জন্য কাজ করে যাচ্ছে আর রোটারি ক্লাব অব বান্দরবান পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নে কাজ করছে। এসময় ট্যুরিষ্ট পুলিশ বান্দরবানের পুলিশ সুপার রোটারি ক্লাব অব বান্দরবানের এই ধরণের মহৎ উদ্যাগকে সাধুবাদ জানান এবং আগামীতে ও পার্বত্যবাসীর জন্য কাজ করে যাওয়ায় জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

প্রসঙ্গত : রোটারি ক্লাব অব বাংলাদেশ সারা বিশ্বে মানবতার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে আর রোটারি ক্লাব অব বান্দরবান পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নে কাজ করছে। যেকোন দুর্যোগে অসহায়দের সেবা,শিক্ষা প্রতিষ্টানে বিশুদ্ধ পানির ব্যবস্থা,অসহায়দের জন্য আবাস ভূমির ব্যবস্থা, বিনামুল্যে চিকিৎসা সেবাসহ নানা ধরণের সামাজিক কাজ করে এই সংগঠন পার্বত্য এলাকায় জনগণের পাশে রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!