

বান্দরবান অফিসঃ-বান্দরবান স্বাস্থ্য বিভাগে যোগ হলো আরো ৪ নতুন অ্যাম্বুলেন্স।দুর্গম এলাকা থেকে রোগীদের হাসপাতালে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের অভাব ছিল বান্দরবানে।নতুন ৪টি অ্যাম্বুলেন্স যোগ হওয়ায় এখন আর এই সমস্যা থাকবে না বলে আশা করছেন সংশ্লিষ্ঠরা।নতুন এই ৪ টিসহ সম্প্রতি মোট ৬টি অ্যাম্বুলেন্স পেল বান্দরবান স্বাস্থ্য বিভাগ।আজ রোববার বিকেলে বান্দরবান জেলা পরিষদ মাঠে পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিভিল সার্জন ডা.অংশৈ প্রু মারমার হাতে অ্যাম্বুলেন্সগুলোর চাবি তুলে দেন।এসময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার,জেলা পরিষদের সদস্য জুয়েল বম ও মোজাম্মেল হক বাহাদুরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন-এই সরকারের সময়ে বান্দরবান স্বাস্থ্য খাতে আশাতিত উন্নয়ন হয়েছে। খুব শিগ্রই নার্সিং ট্রেনিং ইনিস্টিটিউট উদ্ধোধন করা হবে।এছাড়া সদর হাসপাতাল আড়াইশ বেডে উন্নীত করার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও বেড সংখ্যা বাড়ানো হয়েছে।এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন ৬টি অ্যাম্বুলেন্স বান্দরবানের জন্য দেয়া হয়েছে।দুর্গম এলাকায় রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স গুলো গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন প্রতিমন্ত্রী।