শিরোনাম: সাংবাদিক এর উপর হামলায় গ্রেফতার ১ খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ শেষ মুহুর্তে ফাইনাল নিশ্চিত করলো ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ নাটকীয় জয় দিয়ে প্রথম ফাইনালিস্ট লোহাগাড়া যুব ফটবল একাদশ দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বান্দরবান জেলা আওয়ামী লীগ এর একক প্রার্থী বীর বাহাদুর উশৈসিং খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ চমকে দিলো জিটিএল কালাঘাটা ফুটবল দল বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত রিজিয়ন কমান্ডার

বান্দরবান সেনা জোনের ইফতার সামগ্রী পেলো মাদ্রাসা ও এতিমখানার ৫৫৩ এতিম শিক্ষার্থী


প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৩ ৭:২৭ : অপরাহ্ণ 195 Views

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত দশটি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বান্দরবান সেনা জোন এই ইফতার সামগ্রী বিতরন করে।ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান,পিএসসি।বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার এর সঞ্চালনায় আয়োজিত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে দূরদূরান্ত হতে আগত মাদ্রাসার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি বলেন,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি।এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেয়াই আমাদের মূল উদ্দেশ্য।এসময় তিনি,আজকের এই সহযোগিতার পাশাপাশি আগামীতে সেনা জোনের পক্ষ থেকে যেকোনও দুঃসময়ে আগামীতেও পাশে থেকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।সেনা জোন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,এবারের মাহে রমজানে ৫৫৩ জন এতিম শিক্ষার্থীর মাঝে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা,মুড়ি,চিনি, খেজুর,তৈল ও খেসারির ডালসহ সর্বমোট ০৬ টি উপকরণ।প্রদেয় ইফতার সামগ্রীতে ৪৯৮.০০ কেজি ছোলা,৩৩১.৫০০ কেজি মুড়ি,৩৪৮.০০ কেজি চিনি,৩৪৮.০০ কেজি খেজুর, ২৬৪.০০কেজি তেল ও ২৪৮.০০ কেজি খেসারির ডাল বিতরণ করা হয়।এদিন সর্বমোট ৩ লক্ষ ৩১ হাজার ৫৭৭ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।এদিকে একই অনুষ্ঠানে সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর প্রতিষ্ঠাতা প্রকাশক লুৎফুর রহমান উজ্জ্বল এর আবেদনে সাড়া দিয়ে সুয়ালক হাফেজিয়া এতিমখানা এর এতিম শিক্ষার্থীদের জন্যেও তাৎক্ষণিক ইফতার সামগ্রী প্রদানের মানবিক নির্দেশনা প্রদান করেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি।উল্লেখ্য,গত রমজান মাসেও বান্দরবান সেনা জোন সদর উপজেলার মাদ্রাস ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য পুরো এক মাসের ইফতার সামগ্রী বিতরন করেছিলো।সেবারও প্রায় সাড়ে তিন লাখ টাকার ইফতার সামগ্রী বিতরন করে বান্দরবান সেনা জোন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!