

বান্দরবান সরকারি কলেজে নবনির্মিত আধুনিক অযুখানার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ মে) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।নবনির্মিত অযুখানাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে জেলা প্রশাসকের অনুকূলে বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় নির্মাণ করা হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মকছুদুল আমিন।এ উপলক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক তুলে দেন কলেজ অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.কায়েসুর রহমানসহ বান্দরবান সরকারি কলেজের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।আধুনিক এই অযুখানাটি নির্মাণে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সুত্র।কলেজের শিক্ষার্থীরা আধুনিক এই অযুখানা নির্মাণ করে দেয়ায় জেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন।