

বান্দরবান:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকায় রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নয়জন নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরো ১২ জন।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত বা আহত কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, সকালে চারঢালা সীমান্তে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এম জাহাঙ্গীর।তিনি জানান,ট্রাকটি চাকঢালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল।ত্রাণ কাজ পরিচালনার জন্য ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাকঢালা সীমান্ত চৌকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।এসময় আহত হন অন্তত ১৫ জন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।