

বান্দরবান অফিসঃ-বান্দরবান জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।এ সময় জেলা প্রশাসক মোঃআসলাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃশফিকুর রহমান, কাজল কান্তি দাশ,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্য সা প্রু মার্মা,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন বলেন,বান্দরবান জেলার জনগণের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।সেই সাথে সমাজে গঠনমূলক ও দেশের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান।