

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে জেলা পুলিশের সর্বোচ্চ নীতিনির্ধারকদের নিয়ে এই অপরাধ সভাটি অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের নিজস্ব সভাকক্ষে মাসিক অপরাধ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বান্দরবান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,জঙ্গি দমনে জেলা পুলিশের ভূমিকা ও করনীয়,মাদক উদ্ধার ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা,গ্রেফতারী পরোয়ানা তামিলে জোর দেয়া,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি,জেলার গোয়েন্দা কার্যক্রম নিরুপন,মোবাইল অ্যাপ BD Police Helpline সংক্রান্ত TVC প্রচার,তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং জেলা পুলিশের করনীয় নির্ধারণ করা হয়।সভার সভাপতি জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপরোক্ত বিষয় নিয়ে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।অপরাধ সভায় বান্দরবানের অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) মোঃকামরুজ্জামান,অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃআলী হোসেন,অতিঃ পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) তাহসীন মাশরুফ হোসেন মাশফী,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) ইয়াছির আরাফাত,সিনিয়র সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল),সহকারী পুলিশ সুপার (ডিএসবি),ডিআই-১, ওসি ডিবি,টিআই সহ বান্দরবান পার্বত্য জেলার সকল থানার অফিসার ইনর্চাজগণ উপস্থিত ছিলেন।