বান্দরবান জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৪ মে, ২০১৮ ৬:১৫ : পূর্বাহ্ণ 654 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (২৩ মে) সন্ধ্যায় বান্দরবান জেলা পুলিশ লাইন্স এর হলরুমে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বান্দরবানের পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন (পিএসসি),জেলা প্রশাসক আসলাম হোসেন,জেলা দায়রা জজ লা এ মং।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃশফিকুর রহমান,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃকামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃআলী হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ প্রমুখ।এছাড়াও বান্দরবান ডিজিএফআই, এনএসআই,বান্দরবান ব্রিগেড,বান্দরবান সদর জোন,বান্দরবান জেলা প্রশাসন,জেলা পুলিশ,বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় নেতৃবৃন্দ,সুশিল সমাজ এবং গণমাধ্যম এর প্রতিনিধিরা ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাসটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ।এই মাসে মানুষের যাতে কোনরকম ভোগান্তি পোহাতে না হয়,সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।জনসাধারণ যাতে সেহেরি ও ইফতারের সময় বিদ্যুতের অভাবে কষ্ট না পায় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।পরে জেলার পুলিশ সুপার ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ায় সকলকে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।উল্লেখ্য,জেলার ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ ১৯ পদের মুখরোচক খাবার দিয়ে অতিথিদের ইফতার করালো বান্দরবান জেলা পুলিশ।এছাড়াও দোয়া মাহফিলে দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!