বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর ১১তম কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ মে) বান্দরবান জেলা স্টেডিয়াম সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় জেলা ক্রীড়া সংস্থা এর সদ্য প্রয়াত সাধারন সম্পাদক মো.ইসলাম বেবী এর মৃত্যু জনিত কারনে শূন্য হওয়া পদ এ মো.মুজিবুর রশিদ কে সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করে কার্যনির্বাহী পরিষদ।
জেলা ক্রীড়া সংস্থা এর কার্যনির্বাহী পরিষদ এর কর্মকর্তাদের মতামত এর ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহন করে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।এছাড়াও বান্দরবান এর ক্রীড়া ঢেলে সাজাতে বেশকিছু সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলোচনা হয়।জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি ক্রীড়া কে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।জানা যায়,জেলা ক্রীড়া সংস্থা এর কার্যনির্বাহী পরিষদ এর পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত মুজিবুর রশিদ এই দায়িত্ব পালন করবেন।
এসময় পুলিশ সুপার ও সহসভাপতি (ডিএসএ) মো.তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহসভাপতি সুরাইয়া আক্তার সুইটি,যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীপদ দাস,জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকী সহ কার্যনির্বাহী পরিষদ এর বিভিন্ন পদমর্যাদা এর কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,মুজিবুর রশিদ ১৯৮৬ সাল থেকে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া কার্যক্রমের সঙ্গে যুক্ত।মুজিবুর রশিদ ও তার পরিবারের সদস্যরা বান্দরবান জেলায় ক্রীড়া সংগঠক হিসেবে ব্যাপক পরিচিত।মুজিবুর রশিদের বড় ভাই হলেন প্রয়াত হাবিবুর রশীদ,এক সময়ের তুখোড় খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক।হাবিবুর রশিদ নিজেও মৃত্যুর আগ পর্যন্ত ডিএসএ কর্মকর্তা হিসেবে দায়িত্বশীল ছিলেন।বান্দরবানের বিখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার ও সাবেক খেলোয়াড় মাহফুজুর রশিদ বাচ্চু একই পরিবারের সন্তান এবং মুজিবুর রশিদের ছোট ভাই।
মুজিবুর রশিদ বান্দরবান জেলায় ক্রিকেট,ফুটবল,বক্সিং, অ্যাটলেটিক্স সহ বিভিন্ন ক্রীড়ার সাথে যুগ যুগ ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন।এর আগে তিনি দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সহসাধারন সম্পাদক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।