এই মাত্র পাওয়া :

বান্দরবানে ৪ হাজার ৬শত ২১জন কার্ডধারীর মাঝে ভিজিএফ চাল বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৫ ৩:২৪ : অপরাহ্ণ 370 Views

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বান্দরবানে ভিজিএফ খাদ্যশস্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে।২৪ মার্চ (সোমবার) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক,নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলীসহ সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে এবার বান্দরবানে ৪ হাজার ৬শত ২১জন কার্ডধারীর মধ্যে সর্বমোট ৪৬.২১০মেট্রিক টন চাল বিতরণ করা হবে।সংশ্লিষ্টরা জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ খাদ্যশস্য হিসেবে এবারে বান্দরবান জেলার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শত ২১ জন কার্ডধারীর মধ্যে প্রতিজনকে ১০ কেজি করে সর্বমোট ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।এদিকে একই দিন সকালে বান্দরবান বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় তিনি বাজার ঘিরে সকল ধরনের নৈরাজ্য কে জিরো টলারেন্স ঘোষনা করেন।তিনি জানান,প্রতিটি দোকানে মূল্য তালিকা থাকবে এবং সেই তালিকা দেখেই ভোক্তা পণ্যের মূল্য পরিশোধ করবেন।কেউ যদি কোনও প্রকার হয়রানির শিকার হয় তাহলে অভিযোগ এর প্রেক্ষিতে কঠিন ব্যবস্থা নিবে বলেও এসময় উল্লেখ করেন জেলা প্রশাসক।অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এস.এম হাসান,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনিসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!