এই মাত্র পাওয়া :

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২৫ এর চ্যাম্পিয়ন আলীকদম উপজেলা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৩ : অপরাহ্ণ 314 Views

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্ত হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও বান্দরবান সেনা জোন এর সার্বিক সহযোগিতায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরন করেন বান্দরবান সেনা রিজিয়ন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান,এএফডব্লিউসি,পিএসসি।ফাইনাল খেলায় আলীকদম উপজেলা দল ২-১ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা দলকে পরাজিত করে সেনা রিজিয়ন ফুটবল প্রতিযোগিতা-২৫ এর চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।এসময় প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, “সেনাবাহিনী সবসময় তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং পার্বত্য চট্টগ্রামের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি শৃঙ্খলা ও অধ্যবসায় এবং দলগত চেতনার শিক্ষা দেয়।এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা।যাঁরা ভবিষ্যতে দেশের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারবেন।সেনাবাহিনী শুধু অভিযান,শৃঙ্খলা ও জাতীয় দায়িত্ব পালনে নয়,বরং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশেও নিরলসভাবে কাজ করছে।এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করবে।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জোন এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি,নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হুমায়ন রশিদ,পিএসসি,পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার,পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান,সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি,টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও রোয়াংছড়ি সাব জোন এর কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ প্রমূখ।প্রবল বৃষ্টি উপেক্ষা করেও গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।সমাপনী ঘিরে খেলার প্রথমার্ধ শেষে স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।আলীকদম উপজেলার পক্ষে জিহাদ ও উজুয়াং মার্মা ১টি করে গোল করেন।অনবদ্য নৈপুন্য প্রদর্শন করে আলীকদম উপজেলা দলের আরিফুল ইসলাম ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং উজুয়াং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।টুর্নামেন্ট এর সেরা গোলদাতা ছিলেন আলীকদম উপজেলা দলের উজুয়াং।বান্দরবান জোন সুত্রে জানা যায়,বান্দরবানের ৭টি উপজেলা থেকে নতুন নতুন ফুটবল খেলোয়াড় খুঁজে বের করে প্রতিভা বিকাশের জন্যই মূলত এমন আয়োজন।এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশগ্রহণ করে।পুরো টুর্নামেন্ট এ স্পন্সর করে বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান রেডিয়েন্ট।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর