বান্দরবানে সদরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৪


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ জুন, ২০২০ ৪:৪১ : পূর্বাহ্ণ 346 Views

বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার একদিনে ১৪ জন আক্রান্তসহ ৭টি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে শিশুসহ ৬৩ জন। আজ মঙ্গলবার (৯ জুন ) রাত ১২ টা ১০ মিনিটে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা গনমাধ্যমে এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়,জেলা সদরে নতুন আক্রান্তরা হলেন,জেলা সদরের তালুকদার পাড়ার মহাম্মদ সেলিম, মধ্যমপাড়ার ইয়াছিম,টাইগারপাড়ার খোকন তংচঙ্গ্যা, লুম্বিনীর শ্রমিক করিমুদ্দিন ও সাইদ আলম,ওয়াবদা ব্রিজের আবু হোসেন,বনানী সোয়ামিল রফিকুল ইসলাম,লাল মোহন বাগান এলাকার দোস্ত মোহাম্মদ, তালুকদার পাড়ার মাহাফুজুল আলম,লাল মোহন বাগান এলাকার মোজাম্মেল,বালাঘাটা ২ নং ওয়ার্ডের মামুনুল ইসলাম ও নাজিমুদ্দিনের নাম থাকলেও ঠিকানা জানা সম্ভব হয়নি।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা বলেন,এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন, জেলায় করোনা নিয়ে এখনো কোন ব্যক্তির মৃত্যু হয়নি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!