বান্দরবানে শতাধিক নারী পেলো “হার পাওয়ার” প্রকল্পের ল্যাপটপ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২৪ ১:০৯ : পূর্বাহ্ণ 105 Views

আইসিটি মন্ত্রণালয়ের অধীনে প্রযুক্তির সহযোগীতায় নারীর ক্ষমতায়ন এ প্রতিপাদ্য কে সামনে রেখে আইসিটি অধিদপ্তর কর্তৃক পরিচালিত “হার পাওয়ার” প্রকল্পের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়।সোমবার (২৯ জুলাই) বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রযুক্তির সহযোগীতায় ক্ষমতায়ন শীর্ষক এই ল্যাপটপ বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এর সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা প্রমূখ।অনুষ্ঠানে ওমেন ফ্রিল্যান্সিং (ওয়েব ডেভলপমেন্ট,ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন) এবং ওমেন কল সেন্টার এজেন্ট কোর্সের মোট ১০৫ জন নারী প্রশিক্ষনার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এসময় তিনি আইসিটি মন্ত্রনালয়ের প্রশিক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহন করা সকল প্রশিক্ষনার্থীদের সফলতা কামনা করেন।তিনি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় নারীরা নিজেদের আরও এগিয়ে নিতে পারবে এমন আশাবাদও ব্যাক্ত করেন।বান্দরবানের আইসিটি আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ছুরত আলম আকাশের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি সফল করতে বিশেষ অবদান রাখেন এই প্রকল্পের কো-অর্ডিনেটর মেহেরাজ হোসেন,হ্লা চিং মারমা,তামিম প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!