

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে বান্দরবান জেলা বিএনপি।বুধবার বিকেলে বান্দরবান জেলা বিএনপির চৌধুরী মার্কেটস্থ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ টি অনুষ্ঠিত হয়।যদিও পুলিশী পুলিশি বাঁধায় বিক্ষোভ মিছিলটি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বেশী দূর আগাতে পারেনি।পরে তাৎক্ষণিক বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর সভাপতিত্বে বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশী বেষ্টনীর মধ্যেই প্রতিবাদ সমাবেশ করে।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সভাপতি সাচিং প্রু জেরী।প্রধান অতিথির বক্তব্যে বোমাং রাজপুত্র জেরী বলেন সরকার বিএনপিকে দমিয়ে রাখতে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করছে।সরকার বিএনপিকে ভয় পায় তাই তারা বিএনপির নেতা কর্মীদের রাজপথে থাকতে না দেয়ার জন্য একের পর এক সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।এসময় সমাবেশে বক্তারা আরো বলেন,সরকার চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহন করুক,তাই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আবারো একা একা ভোটার বিহীন নির্বাচনে জয়লাভ করে দেশ শাষন করতে চায়।এসময় বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবী জানান এবং বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশী হয়রানী বন্ধ করার দাবী জানান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ,সাবেক জেলা পরিষদ সদস্য লুসাই মং,জেলা সেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান সিদ্দিকী দৌলত,পৌর বিএনপি সভাপতি নাছির চৌধুরী,জেলা ছাত্রদল সহ সভাপতি জিয়া উদ্দিন জিয়া,পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,জেলা ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক অমিত তঞ্চংগা,পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন আলো,পৌর ছাত্রদল সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব,জেলা মিডিয়া দল সদস্য সচিব ওমর ফারুক জিহাদ,জেলা যুবদল নেতা হেলাল উদ্দিন প্রমুখ।