

বান্দরবান অফিসঃ-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচির আওতায় বান্দরবান জেলায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকাল ১১টা জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা গণস্বাক্ষর দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু করে।কর্মসূচি শুরুর সময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাচিং প্রু জেরী,জেলা বিএনপি সহসভাপতি আব্দুল কুদ্দুছ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান,বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ,জেলা সেচ্ছাসেবক দল আহবায়ক জাহাঙ্গীর আলম,জেলা মহিলাদল আহবায়ক কাজী নিরুতাজ বেগম,জেলা মহিলাদল সিনিয়র যুগ্ম আহবায়ক উম্মে কুলসুম লিনা সহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দলীয় সূত্রে জানা যায় বান্দরবান জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বান্দরবান পৌরসভা,সদর,লামা,রুমা,রোয়াংছড়ি উপজেলা সহ জেলার প্রায় ৩৫টি স্পটে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।অংশগ্রহনকারী নেতা-কর্মীরা অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবী করে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন।