“ইশারা ভাষার প্রমিত ব্যবহার,বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের কার্যালয়ে সমাজসেবা বিভাগের আহব্বায়ক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা,সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সহ সমাজ সেবা বিভাগের কর্মকর্তা ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর দেশের বোঝা নাই, বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধী শিশু কিশোরদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের জনশক্তি তে রুপান্তিত করছে। এসময় বক্তারা সকলকে প্রতিবন্ধীদের পাশে দাড়ানো আহব্বান করেন।