এই মাত্র পাওয়া :

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১ জুলাই, ২০২২ ৮:৩০ : অপরাহ্ণ 462 Views

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।শুক্রবার (০১ জুলাই) রথযাত্রা উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিন রথযাত্রা উপলক্ষে শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙ বেরঙের বেলুন উড়িয়ে রথযাত্রা এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,জেলা প্রশাসন এর সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট এর সাধারণ সম্পাদক অমল কান্তি,প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা উপলক্ষে গঠিত উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক জনি সুশীল এর সঞ্চালনায় আয়োজিত বর্ণাঢ্য এই ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটি-২২ এর সভাপতি কানু দাশ।এসময় সহস্রাধিক সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্ধরা রথযাত্রা উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ধর্মীয় বিশ্বাস ও চেতনার মূল্যবোধ কে ধারণ করে এ উপলক্ষে হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ,আলোচনা সভা,পদাবলী কীর্তন,আরতি কীর্তন,ভগবত কথা,সাংস্কৃতিক অনুষ্ঠান,শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজনে অংশগ্রহণ করছে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা।রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে শত শত সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ রথ টেনে শ্রী শ্রী কালি মন্দির বালাঘাটায় নিয়ে যায়।আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই উৎসব শেষ হবে বলে নিশ্চিত করেছেন উদযাপন কমিটির সভাপতি কানু দাশ।উল্লেখ্য,প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন,মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর