শিরোনাম: জেলা প্রশাসক শামীম আরা রিনি’র এক ঘোষনায় ২০ লাখ টাকার অনুদান পেলো আলীকদম কলেজ নাইক্ষ্যংছড়িতে গ্রেফতার হলো স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চুচু মং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে ডেভিল হান্ট অভিযানঃ কারাগারে দুই আওয়ামীলীগ নেতা বান্দরবানের প্রথম পেশাদার ম্যারাথন কমিউনিটি “বান্দরবান হিল রানার্স” এর টিম জার্সি উন্মোচন করলেন নবাগত ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি বান্দরবানে মন্দির উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা

বান্দরবানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তী


প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০১৭ ২:৩১ : পূর্বাহ্ণ 687 Views

স্পোর্টস নিউজ ডেস্কঃ-বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বান্দরবান রাজার মাঠে জেলা টুর্ণামেন্ট কমিটির আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে সমাপনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া,পৌর কাউন্সিলর সালেহা বেগম,থুইসিং প্রু লুুবু,জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলী।সমাপনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে নাইক্ষ্যংছড়ি বাইশারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে।অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে সদর উপজেলার রাজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় লামা ডলুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে।টুর্ণামেন্টে বালক দলে সেরা গোলদাতা নির্বাচিত হয় নাইক্ষ্যংছড়ি বাইশারী প্রাথমিক বিদ্যালয়ের রমজান আলী অপরদিকে বালিকাদের খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হয় রাজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাশৈচিং মার্মা।টুর্ণামেন্টে বালক দলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর লুপিও ত্রিপুরা এবং বালিকা দলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এমি মার্মা।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিজয়ী দলকে দশ হাজার টাকা ও রানার্স আপ দলকে সাত হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করে এবং ফুটবলে বান্দরবানের পক্ষে অবদান রাখায় জাতীয় দলের খেলোয়াড় মো:জাফর ইকবালকে পঞ্চাশ হাজার টাকা অনুদান ষোষনা করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!