বান্দরবানে পালিত হলো বিশ্ব তুলা দিবস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ অক্টোবর, ২০২৩ ৫:৩০ : অপরাহ্ণ 143 Views

“তুলা করি সুন্দর ও টেকসই সবার জন্য,খামার থেকে জীবনের গতিধারায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব তুলা দিবস উদযাপন করা হয়েছে।শনিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ব তুলা দিবস উদযাপন উপলক্ষ্যে বান্দরবান তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এক মানব উদ্দীপন বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বান্দরবান তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকার তুলা চাষী অংশগ্রহণ করে।

মানববন্ধনে আয়োজকেরা বলেন, ২০১৯ সাল থেকে বিশ্বব্যাপী তুলা দিবস পালিত হচ্ছে আর তুলার গুরত্ব,তুলার উৎপাদন বৃদ্ধি,প্রক্রিয়াজাতকরণ,ব্যবহার,বাজারজাত করণ বিষয়ে সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করতে তুলা উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।এসময় বক্তারা আরো বলেন,বাংলাদেশ ২য় বৃহত্তম তুলা আমদানিকারক এবং ২য় টেক্সটাইল ও আরএমজি পণ্য রপ্তানিকারক দেশ।এসময় বক্তারা সমতলেরমত পার্বত্য এলাকার জমিতে আরো অধিক পরিমানে তুলা চাষ করা এবং তুলার পাশাপাশি সাথী ফসল চাষ করতে সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নেয়ার আহবান জানান।

এসময় মানব উদ্দীপন বন্ধনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং খুমী,তুলা উন্নয়ন বোর্ডের বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো.আলমগীর হোসেন মৃধা,কটন ইউনিট অফিসার অংক্যচিং চাক,গীতিময় তংচঙ্গ্যা, ববিতা তংচঙ্গ্যাসহ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকার তুলা চাষীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!