

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।গতকাল বান্দরবান অরুণ সার্কি মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম সি এইচ ইউনিটের ব্যাবস্থাপনায় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগীতায় বান্দরবান সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বান্দরবান এর মিডিয়া কর্মী,জন প্রতিনিধি,উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা,এনজিও এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মীদের অংশগ্রহণে এই অবহিতকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হলো।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ওস্তাদ ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম এর পরিচালক (যুগ্ম সচিব) মোঃনুরুল আলম,এমসিএইচ-সার্ভিসেস এর পরিচালক ডা. মোঃশরীফ,বান্দরবান এর জেলা প্রশাসক আসলাম হোসেন,বান্দরবান এর পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পরিবার পরিকল্পনা অধিদপ্তর বান্দরবান এর পরিচালক ডা. অং চালু।এসময় রিজিওনাল ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট বৃন্দ এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।