এই মাত্র পাওয়া :

বান্দরবানে নানা আয়োজনে শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি উদযাপিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০২২ ৪:০৭ : অপরাহ্ণ 511 Views

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বর্ষপূতি উদযাপিত হয়েছে।পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূতি উপলক্ষে ২ডিসেম্বর (শুক্রবার) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২৫তম বর্ষপূতি উদযাপন এর শুভ সুচনা করা হয়।

এ উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অরুণ সারকী টাউন হলে গিয়ে সমবেত হয়।পরে অরুণ সারকী টাউন পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বর্ষপূতি উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ এর চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

আলোচনা সভায় বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি),পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,স্থানীয় সরকার বিভাগ এর উপ পরিচালক মো.লুৎফুর রহমান,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জোন কমান্ডার লে.কর্ণেল মাহমুদুল হাসান,পিএসসি,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায় ও বাঙ্গালীরা মিলে বর্ণিল পোষাক ও ব্যানার এবং ফেষ্টুন হাতে নিয়ে অংশগ্রহন করে।এছাড়াও দিবস উপলক্ষে বিনামুল্যে গরীব ও অসহায়দের কে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।একই দিন রাতে রাজার মাঠ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর