এই মাত্র পাওয়া :

বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২৪ ১২:০১ : পূর্বাহ্ণ 193 Views

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,উইমেন এক্টিভিস্ট ফোরাম ও অনন্য কল্যাণ সংগঠন (একেএস) এর আয়োজনে বান্দরবানে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে।বান্দরবান সদরস্থ অনন্য সেন্টার এ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবসটি ঘিরে মোমবাতি প্রজ্জ্বলন,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর বান্দরবান জেলা সভাপতি ডুনাইপ্রু নেলি অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অং চ মং,খ্রিষ্টান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক লেলুং খুমীসহ শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।এসময় ডনাই প্রু নেলি বলেন,ধনী-দরিদ্রের, ক্ষমতাশালী ও ক্ষমতাহীনের মধ্যে বৈষম্য এখনো কমেনি।বরং অনেক ক্ষেত্রে বেড়েই চলেছে।এবিষয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে।শুধু দিবস উদযাপন করে জনসাধারনে মানবাধিকার সুরক্ষিত করা সম্ভব নয়।সকল শ্রেনী পেশার প্রতিটি নাগরিক কে জনসাধারনের মানবাধিকার নিশ্চিতে তৎপর হতে হবে।এসময় বক্তারা বলেন,বর্তমান বিশ্বে দারিদ্র্য ও বঞ্চনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা।১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম মানবাধিকারের সর্বজনীন ঘোষণা গৃহীত হয়,যা একটি মাইলফলক।এ অধিকারের বলে জাতি,বর্ণ,ধর্ম,লিঙ্গ,ভাষা, রাজনৈতিক মতাদর্শ,জাতীয় পরিচিতি কিংবা সম্পত্তি নির্বিশেষে সব মানুষকেই সমান অধিকারের যোগ্য বিবেচনা করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!